ফাল্গুনী মুখোপাধ্যায়

ফাল্গুনী মুখোপাধ্যায়

ফাল্গুনী মুখোপাধ্যায় ১৯০৪ সালের সাত মার্চ ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার খয়রাশোলের নাকড়াকোন্দা গ্রামে জন্মগ্রহণ করেন। হেতমপুর কলেজে আই.এ. পড়ার সময়ই রাজরোষে পড়েন। পরে কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে বি.এ পাশ করেন। তাঁর নামে ২০০৭সালে এই গ্রামের একটি পাড়ার নামকরণ করা হয় 'ফাল্গুনী পল্লি'। 
তাঁর নাম মূলত তারাপদ। বাংলা সাহিত্যের একজন পরিচিত লেখক, যিনি মূলত উপন্যাস, ছোটোগল্প ও কবিতা লেখেন। তাঁর সাহিত্যকর্মে সমাজের নানা অসঙ্গতি, মানবিক সম্পর্ক, নারীবাদী চিন্তা এবং মানুষের জীবনযাত্রার বিভিন্ন দিক নিয়ে গভীর বিশ্লেষণ করা হয়েছে। তিনি এমন এক সময়ে লেখালেখি শুরু করেন, যখন নারী-স্বাধীনতা এবং সমাজের ন্যায়-বিচারের প্রশ্নগুলি গুরুতর আলোচনার বিষয় হয়ে উঠেছিল। তাঁর রচনায় মানবিক মূল্যবোধের পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশের প্রতিফলন দেখা যায়। 
ফাল্গুনী মুখোপাধ্যায়ের রচনাগুলো সাধারণত মানবিক ও সামাজিক সমস্যা নিয়ে আলোচনা করে এবং সমাজের জটিলতা ও সম্পর্কের মিথস্ক্রিয়া তুলে ধরে। তাঁর লেখায় নারীর অবস্থান, স্বাধীনতা এবং আত্মসম্মান একটি বড়ো থিম হিসেবে উঠে এসেছে। তাঁর কাজগুলো পাঠকদের মধ্যে এক ধরনের চিন্তা-ভাবনা উদ্রেক করে এবং সমাজের অবস্থা, মানুষের স্বপ্ন ও সংগ্রাম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করে।

ফাল্গুনী মুখোপাধ্যায় এর বই সমূহ

Showing 1 to 9 of 9

View

Sort icon